জয়পুরহাটে স্কাউটস্ এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাটে জেলা আক্কেলপুরে উপজেলায় বাংলাদেশ স্কাউটস্ আক্কেলপুর উপজেলা ১১তম ত্রৈ-বার্ষিক কাউন্সিল অধিবেশন- ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস্ আক্কেলপুর উপজেলার আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।
কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মকবুল হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুমন কুমার কুন্ডু প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান বাংলাদেশ স্কাউটস্ আক্কেলপুর উপজেলা শাখার সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কাউন্সিল শেষে সাধারণ কাউন্সিলর সদস্য বৃন্দের সর্ব সম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান কে সভাপতি ও মোঃ ছোনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাহী কমিটি গঠন করে করা হয়।