জয়পুরহাটে বিট পুলিশিং সভা
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
জয়পুরহাট এর আয়োজনে পুলিশ লাইনস ড্রিলশেড-এ জেলার সকল বিট ইনচার্জদের নিয়ে আয়োজিত “বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিট ইনচার্জদের নিয়ে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
অনুষ্ঠানের শুরুতে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব এ.কে.এম আলমগীর জাহান গত আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ “অফিসার ইনচার্জ” নির্বাচিত হওয়ায় জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জেলা পুলিশ সুপার বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবাকে পৌঁছে দিতে হবে। সেই সাথে জয়পরহাট জেলার ৪৭ টি বিট এলাকার প্রতিটি বিটে গণ্যমান্য ব্যক্তিদের (যেমন- শিক্ষক, মসজিদের ইমাম, চিকিৎসক, পুরোহিত, যাজক, রাজনীতিবিদ, এনজিও কর্মী, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, অবসরপ্রাপ্ত সামরিক চাকুরীজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী প্রভৃতি) বিট ভিত্তিক নামের তালিকা প্রস্তুতপূর্বক প্রতিদিন ০২ জন ব্যক্তির নিকট দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার মোবাইল ফোনে কথা বলে এলাকায় মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি, জঙ্গীবাদ, বিভিন্ন সামাজিক সমস্যাসহ কোন ধরনের অপরাধমূলক সম্পর্কে জানবেন এবং সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল)
ইশতিয়াক আলম সহ জয়পুরহাট জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।