প্রাথমিক বিদ্যালয়ে পৌর মেয়রের মাক্স ও স্যানিটাইজার বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার,সাবান, স্যাভলন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ৪ নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৯ নং ওয়ার্ডের, ৪০ নং কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র এ্যাড.পারভেজ রহমান জন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার সচিব এনামুল হক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ঢালী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর পলাশ খান, ৪ নং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ।
করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, স্যাভলন বিতরণ করা হবে বলে জানান
শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন।