ডামুড্যা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা
রোমান আহমেদ আকন্দ, (শরীয়তপুর) :
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ডামুড্যা অফির্সাস ক্লাবে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।
সভায় বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, উপজেলার সবাইকে করোনার টিকা গ্রহন করতে উদ্বদ্ধ করা। এছাড়া উপজেলার সার্বিক আইন পরিস্থতি নিয়েও আলোচনা করা হয়।
সভায় উপজেলায় আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আরও বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ , ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ শরীফ আহমেদ , ডামুড্যা উপজেোর কৃষি কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, ডামুড্যা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ভুইয়া , উপজেলা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমুখ।