ঢাকা ব্যাংকের চট্টগ্রাম সিটি ব্রাঞ্চগুলোর ‘বিজনেস রিভিউ মিটিং-২০২১’ অনুষ্ঠিত
ঢাকা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম সিটি ব্রাঞ্চগুলোর ‘বিজনেস রিভিউ মিটিং-২০২১’ সম্প্রতি র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই সরকার। ঢাকা ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, এক্সিকিউটিভ কমিটি চেয়ারপারসন রোকসানা জামান, পরিচালক আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, তাহিদুল হোসেন চৌধুরী, মো. আমিরুল্লাহ, আবদুল্লাহ্ আল-আহসান, মির্জা ইয়াসির আব্বাস ও মনোয়ারা খন্দকার, এএমডি মোহাম্মদ আবু জাফর, ডিএমডি একেএম শাহনেওয়াজ ও এএমএম মইন উদ্দিন এবং সিএফও শাহাবুব আলম খান উপস্থিত ছিলেন।