২১ দিন ব্যাপী অস্ত্রসহ আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
সমাজের সর্বস্তরে শান্তি, শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা জেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে আজ বুধবার থেকে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে ২১ দিন ব্যাপী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ২য় ধাপ।
নেত্রকোনা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদের সভাপতিত্বে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
২য় ধাপের প্রশিক্ষণে ১০০ জন ভিডিপি সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান ভিডিপি সদস্যদেরকে ভালো ভাবে প্রশিক্ষণ গ্রহন করে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জনগনের সেবায় নিজেদেরকে আত্ম উৎসর্গ করার উদাত্ত আহবান জানান।