১০০ কোটি ডলার রেমিট্যান্সের মাইলফলক ব্যাংক এশিয়ার
ব্যাংক এশিয়া চলতি বছর ১০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্সের মাইলফলক অর্জন করেছে। গত ১৩ সেপ্টেম্বর সোমবার ব্যাংকের কারওয়ান বাজার কর্পোরেট অফিসের বোর্ড রুমে কেক কেটে মাইলফলক অর্জনের এ সাফল্য উদযাপন করেন ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।
এ সময় পরিচালক দিলওয়ার এইচ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, এস.এম ইকবাল হোছাইন, আলমগীর হোসেন, এসইভিপি মো. জিয়া আরফিনসহ ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।