২০২০-২১ করবর্ষে শীর্ষ করদাতার পুরস্কার পেল এআইবিএল
২০২০-২১ করবর্ষে শীর্ষ করদাতা হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। গতকাল মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর গভর্নর ফজলে কবির ব্যাংকের এমডি ও সিইও ফরমান আর চৌধুরীর কাছে সম্মাননা সনদ দেন।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, সদস্য মো. আলমগীর হোসেন এবং মোহাম্মদ গোলাম নবী। বড় করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।