শিরোনাম

South east bank ad

রামেকের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় নাটোরের তিনজন, রাজশাহীর দুজন এবং নওগাঁর একজন মারা গেছেন। এরমধ্যে রাজশাহী ও নাটোরের একজন করে করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ছয়জনের মধ্যে তিন পুরুষ ও তিনজন নারী। চলতি মাসে এ নিয়ে মোট ৮৪ জনের মৃত্যু হলো। হাসপাতালটিতে এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। ছাড়পত্র পেয়েছেন ২০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১২৯ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি।

আগের দিন রোববার রাজশাহী জেলার মোট ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের হার ৮ দশমিক ৪৪ শতাংশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: