শেখ রেহানা'র ৬৭তম জন্মদিনে শরীয়তপুর মোমবাতি প্রজ্বলন
রোমান আকন্দ, (শরীয়তপুর) :
বঙ্গবন্ধুর ছোটো মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটো বোন শেখ রেহানা'র ৬৭তম জন্মদিনে শরীয়তপুরে আওয়ামীলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২ টা ১ মিনিটে শহরের চৌরঙ্গীর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ মোমবাতি প্রজ্বলন ও কেক কাটার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, সদর উপজেলার সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলার যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান প্রমূখ।
এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল নেতৃকর্মী উপস্থিত ছিলেন।