শিরোনাম

South east bank ad

পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ইউপি ভবনে চলছে কার্যক্রম

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

প্লাষ্টার খসে যাওয়া ছাদ এবং চার পাশের দেয়ালে ফাটলযুক্ত, জরাজীর্ণ বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদ ভবনে চলছে নানামূখি কার্যক্রম।

যে কোন মূহুর্তে ছাদের প্লাষ্টার খসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবুও নিরুপায় হয়ে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদের সচিব ও জনপ্রতিনিধিরা।

এছাড়াও বিভিন্ন কাজে প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পরিষদ ভবনে হাজির হন ইউনিয়নের সাধারণ জনগণ। তারাও শঙ্কিত থাকেন, কখন আবাঊ প্লাষ্টার খসে দুর্ঘটনা ঘটে যায়।

২০০২-৩ অর্থ বছরে পাথরঘাটা উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)'র তত্বাবধানে নির্মান করা হয় এই ইউনিয়ন পরিষদ ভবনটি। শুরুতেই ঠিকাদারী প্রতিষ্ঠান অনু এন্টারপ্রাইজ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এ ভবনটি নির্মান করেছেন বলে জানান পরিষদের সচিব গনি হাওলাদার।

তিনি বলেন- কর্মরত অবস্থায় কিছুদিন আগে তার মাথায় ছাদের প্লাষ্টার খসে পড়লে গুরুতর জখম হন এবং বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। এই ভবনের নির্মান কাজ তদারকির দায়িত্বে ছিলেন উপজেলা এলজিইডির উপ-সহকারি প্রকৌশলী হাবিবুর রহমান।

তিনি এই তদারকি সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলে স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ তোলেন।

প্যানেল চেয়ারম্যান সোহরাফ হোসেন বলেন- আমাদের কাজ সাধারণ মানুষকে নিয়ে। প্রতিদিন এই পরিষদে বিভিন্ন কাজে শত শত মানুষ আসেন। যদি কোন দুর্ঘটনা ঘটে যায় তাহলে এ দায়ভার কে নিবে?

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই ভবন সংস্কারের অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন- আপাতত ভবন সংস্কারের জন্য তথ্য পাঠিয়েছি। ষ্টীমেটও তৈরী করেছি। দু'এক দিনের মধ্যেই পাথরঘাটা ইউএনও অফিসে পাঠাবো। প্রয়োজনে আলাদাভাবে এই ইউনিয়ন পরিষদ ভবনটির বিষয়ে ইউনো মহোদয় এর কাছে সরাসরি সুপারিশ করব।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: