শিরোনাম

South east bank ad

যারা কাজ করবেন তারাই পদে থাকবেন : মাহমুদা

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক মাহমুদা বেগম কৃক বলেছেন, “যারা কাজ করবেন তারাই পদে থাকবেন। যারা পদ নিয়ে সভা-সমাবেশে আসবেন না তাদের মহিলা আওয়ামী লীগে থাকার দরকার নেই।”

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নাটোর জেলা মহিলা আওয়ামীলীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নাটোর জেলা ও নভেম্বরের মধ্যে উপজেলা মহিলা লীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন না করলে নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কমিটি বাতিল হয়ে যাবে। সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। যারা ত্যাগী, পরিক্ষিত, সংগঠনের জন্য নিবেদিত প্রাণ এবং মাঠে থাকেন তারাই সংগঠনে থাকতে পারবেন।

এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য রত্না আহমেদ এর সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রুখসানা, জান্নাত আরা হেনরী, কামরুন্নেছা মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান খাঁন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী সহ নেতৃবৃন্দ।

কর্মীসভা শুরুতেই সদর ও নলডাঙ্গা উপজেলার দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে ১৬ টি সেলাই মেশিন ও ৬ জনের মাঝে আড়াই লাখ টাকার চেক বিতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: