কুয়াকাটায় ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :
বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঢেউয়ের তোপে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে । রবিবার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অদুরে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
ট্রলারে থাকা আলী হোসেন মাঝি জানান, “গত শুক্রবার মাছ ধরতে ১৫ জন জেলে নিয়ে আলীপুর মৎস্য বন্দর থেকে সমুদ্রের উদ্দেশ্য বেড়িয়ে পরি, হঠাৎ করেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। আবহাওয়ার অবস্থা খারাপ দেখে গভীর সমুদ্রে না গিয়ে বন্দরের দিকে ফিরে আসার চেষ্টা করি। তখন হঠাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছাকাছি আসার সময় ঢেউয়ের প্রবল চাপে আমাদের ট্রলারটি উল্টে যায়”।
সী বিচ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক লিটন জানান, “হঠাৎ দেখলাম একটি ট্রলার উল্টে গেছে। লোকগুলো তার উপরে দাড়িয়ে আছে। সাথে সাথে আমার ৩টি ওয়াটার বাইক নিয়ে ৫ জন ট্যুর গাইডকে পাঠিয়ে দিয়েছি। তাদেরকে নিরাপদে নিয়ে আসা হয়েছে । এই উত্তাল ঢেউয়ের মাঝে প্রায় ১ ঘন্টা চেষ্টার পরে ১৫ জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি”।