কর্ণজোড়ায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির অভিযান
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব :
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির একটি দল বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া বিজিবি সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকা থেকে অভিযান চালিয়ে ভারতীয় ৫ টি গরু আটক করেছে।
বিজিবি জানায়, ১০ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে ১০৯৬ সীমান্ত পিলার এলাকা থেকে আটক গরু গুলো চোরাকারবারীরা আনছে এমন তথ্যের ভিত্তিতে চোরাকারবারীদের ধাওয়া দিলে কর্ণজোড়া শয়তান বাজার বড় ব্রিজের নিচে গরু রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে রাত ২ টা ৩০ মিনিটের সময় গরুগুলো উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো শহিদুল ইসলাম।
এ প্রসঙ্গে তাওয়াকুচা বিজিবি ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো শহিদুল ইসলাম ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে গরু আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটক গরু গুলো সিজার লিস্ট করে নিলামে বিক্রি করা হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।