রাজশাহীতে দুই বিদেশি আগ্নেয়াস্ত্র যুবক গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবকের নাম বশির আহম্মেদ (২২)। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বগলাউড়ি ডাক্তারপাড়া গ্রামের মো. পাতু ম-লের ছেলে। এসময় তার নিকট থেকে চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
বশিরকে গ্রেপ্তারের পর শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় নগরীর লক্ষ্মীপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, বশির অস্ত্র নিয়ে একটি বাসে চড়ে ঢাকা যাচ্ছিলেন। ওই বাসে তল্লাশি চালিয়েই তাঁকে অস্ত্রসহ ধরা হয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে বশির জঙ্গিদের ব্যবহারের জন্য এসব অস্ত্র নিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অবৈধ অস্ত্রের কারবার করে আসছিলেন। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।