জঙ্গিবাদ এখনও নির্মূল হয়নি, বিরোধ ভুলে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান
এমএ জামান, সাতক্ষীরা:
আওয়ামী লীগের কেন্দ্রিয় উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি বলেছেন, আগামি নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার সময় এসেছে। তিনি বলেন, সরকারের সাফল্য ও অর্জনের কথা জনগনের কাছে তুলে ধরতে হবে। এজন্য দলকে সংগঠিত করা জরুরি। আগামি ইউপি নির্বাচনে নিজেদের মধ্যকার সব বিরোধ ভুলে গিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
ডা. রুহুল হক এমপি শনিবার সাতক্ষীরা শহরের লেক ভিউ রিসোর্টে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হকের সভাপতিত্বে সভায় অন্যদেও মধ্যে বক্তব্য দেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দর, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, আ’লীগ নেতা আবু আহমেদ, আসাদুজ্জামান বাবু, ঘোষ সনৎ কুমার, এবিএম মোস্তাকিম, আমিনুল ইসলাম লাল্টু, মো. মুজিবর রহমান, আতাউল হক দোলন, সাঈদ মেহেদি প্রমূখ।
গত ৮ জানুয়ারি অনুমোদিত জেলা আওয়ামী লীগের পরিচিতি সভা’য় ৭৫ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার সরকার সাতক্ষীরায় ব্যাপক উন্নয়ন করেছেন উল্লেখ করে ডা. আফম রুহুল হক বলেন, জনগনকে এসব বিষয় অবহিত করতে হবে। তিনি দলের ছোটখাটো বিরোধ দুর করারও আহবান জানান।