তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পাঁচ দফা দাবীতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
শামীম আলম , জামালপুর:
জামালপুরে পাঁচ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। শিক্ষামন্ত্রীর কাছে আজ এই স্মারকলিপি প্রদান করে । সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এ হান্নান দেওয়ানী ও জামালপুর জেলার সভাপতি জাফর আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেতন গ্রেড ১১ তম প্রদান, পদের নাম পরিবর্তন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনসহ ৫ দফা দাবী আদায়ে এই স্মারকলিপি শিক্ষামন্ত্রীর কাছে প্রদান করা হয়।
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ জেলা শাখা স্মারকলিপি প্রদান করে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এ হান্নান দেওয়ানী ও সংগঠনের সভাপতি জাফর আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বিকালে ১১ই আগষ্ট জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানের আগে জেলা পরিষদ কার্যলয়ে এই স্মারকলিপি শিক্ষামন্ত্রীর কাছে প্রদান করা হয়। শিক্ষামন্ত্রীর কাছে বেতন গ্রেড ১১ তম প্রদান, পদের নাম পরিবর্তন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনসহ ৫ দফা দাবী আদায়ে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ,জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ , কর্মচারী পরিষদের সহ-সভাপতি সাদ্দাম হোসেন , সহ- সভাপতি আব্দুল হাই, আব্দুল আজিজ, জেলা সাধারন সম্পাদক মামুন অর-রশিদ সরকার , যুগ্ন সাধারন সম্পাদক জুহুরুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাদাক্ষ্য আরিফুল ইসলাম ,আব্দুল কাদের , মাফুজুর রহমান রোমান,আমিনুল ইসলাম, তারেক, আবু বক্কর সিদ্দিক, ওয়াজেদ আলী, কামরুল ইসলাম, জাহিদুল, রফিকুল ইসলাম , মাজেদুল ইসলাম , সুলতান মাহমুদ , আনছার আলি , জিল্লুর রহমান , রেজাউল করিম, রফিকুল ইসলাম , উসমান গনি , আব্দুল্লাহ সরকার , জরিপ উদ্দিন , শাহীন আলম , মোছাঃ রাশিদাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।