নাটোরের উত্তরা গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত
নাটোর প্রতিনিধি:
মাছের সমৃদ্ধির মাধ্যমে পুষ্টি চাহিদা নিশ্চিত করতে নাটোরের উত্তরা গণভবনের লেকে ৬৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
নাটোর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী জানান, রাজস্ব খাতের আওতায় নাটোর সদর উপজেলায় মোট ৩৭০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। কর্মসূিচর আওতায় আজ গণভবন লেক ছাড়াও ডিসি পার্ক লেক ও উপজেলা পরিষদ পুকুরে মোট ১৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হলো।
এসময় মৎস্য বিভাগের রাজশাহী বিভাগীয় উপ পরিচালক মোঃ তোফাজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।