শিরোনাম

South east bank ad

ধুনট সাজাপ্রাপ্ত ৮ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আট মামলার পলাতক আসামী বিটুল সরকারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বিটুল সরকার উপজেলার আড়কাটিয়া গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে।

শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, বিটুল সরকার এলাকার চিহ্নিত মাদক কারবারি। র্দীঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করতো বিটুল। পুলিশ তাকে কয়েক দফা গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। কিন্ত আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এ অবস্থায় ২০১০ সালে থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত তার বিরুদ্ধে ধুনট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা দায়ের হয়।
এর মধ্যে একটি মাদক মামলায় ২০২১ সালের মার্চ মাসে বিটুল সরকারের দুই বছরের সাজার আদেশ দিয়েছে আদালত। সাজার আদেশ জানার পর পলাতক ছিল বিটুল সরকার। শনিবার সকালে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গোপন সে বাড়ি আসে। সংবাদ পেয়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সাজার আদেশপ্রাপ্ত মাদক কারবারি বিটুল সরকারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: