দলীয় শৃংখলা ভঙ্গের অপরাধে যুবলীগে নেতা বহিস্কার
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে দলীয় শৃংখলা ভঙ্গের অপরাধে মহিতোষ দাশ নামের একজন যুবলীগে নেতা সাময়িক বহিস্কার হয়েছেন। রাতে খানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভার এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফকির মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৪নং ওর্য়াড যুবলীগের সভাপতি মহিতোষ দাস, দলীয় শৃংখলা ভঙ্গের অপরাধে তাকে সাময়িক বহিস্কার করা হয়। তবে তাকে কি কারণে সাময়িক বাহিস্কার করা হয়েছে তার বিস্তারিত জানা যায়নি।
ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আলফাজ মোল্লা ও উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক কাজি জাহিদ সরোয়ার টিটু এর সাথে আলাপ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।