ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিশু চালকের মৃত্যু
সুশান্ত কুমার সরকার, (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে মাছুম হোসেন মোল্লা(১৩) নামের এক শিশু ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলা ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া এলাকায় এঘটনা ঘটে। সে বড় বিশাকোল এলাকার বাবলু মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা জানান, শিশু ভ্যানচালক মাছুম হোসেন মোল্লা দুপুরের দিকে ভ্যানে ভাড়ায় যাত্রী নিয়ে ওই এলাকায় যায়। যাত্রী নামিয়ে দিয়ে ভাঙ্গুড়ায় ফেরার সময় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এসময় রাস্তার নিচে গাছের সাথে ধাক্কা লেগে সে পাশের পুকুরের মধ্যে পড়ে যায়। এমন সময় ওই ভ্যানও উল্টে পানির মধ্যে তার গায়ের উপর পড়ে সে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আসহান বলেন, এবিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেন নি।