নাটোরে পদ্মা নদীতে শিশু নিখোঁজ
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের লালপুরে পদ্মা নদীর পানির স্রোতে ভেসে গিয়ে পাপড়ী (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। কিন্তু উদ্ধার কর্মীরা নিখোঁজের একদিন পরও শিশুটির মরদেহ উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পাপড়ী ওই এলাকার জুলহাস উদ্দিন পাখির মেয়ে এবং স্থানীয় আসিরাতুননূর কিন্ডার গার্ডেন মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, পাপড়ি নদীতে তার খালা কহিনুর ও খালাতো বোন রানী (১১) পদ্মা নদীতে গোসল করতে থাকে। এ সময় পাপড়ী ও রানী পানির স্রোতে ভেসে যায়।
কহিনুর তার মেয়ে রানীকে উদ্ধার করতে পারলেও তার ভাগ্নী পাপড়ীকে উদ্ধার করতে পারেনি বলে জানা যায়।
খবর পেয়ে লালপুর ও রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে রাতে উদ্ধার তৎপরতা বিরতি রাখা হয়।
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উদ্ধার তৎপরতা পুনরায় শুরু করে ডুবুরি দল। কিন্তু এখনো পাপড়ীর মরদেহ উদ্ধার করা যায়নি বলে জানা গেছে। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।