ভুয়া ডোপ টেস্টের ফলাফলসহ কম্পিউটার ব্যবসায়ী গ্রেফতার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় শিক্ষার্থীদের ভুয়া ‘ডোপ টেস্ট’ ফলাফল দেওয়ার অভিযোগে রাসেল মাহমুদ (২৫) নামে এক কম্পিউটার দোকানদারকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে নিজ দোকান থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের ভুয়া ‘ডোপ টেস্ট’-এর ফলাফল উদ্ধার করা হয়।
রাসেল মাহমুদ গাইবান্ধা জেলার সাপমারা গ্রামের আফজাল হোসেনের ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের কামারগাড়ি গেট এলাকা মার্কেটের রাসেল কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানের স্বত্বাধিকারী। এছাড়াও তিনি ওই কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী।
র্যাব-১২ বগুড়া সূত্র জানায়, সরকারি আজিজুল হক কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থী মাদক গ্রহণ করে কিনা তা নিশ্চিত হতে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করা হয়েছে।
এরপর র্যাব বগুড়ার গোয়েন্দা দল জানতে পারে কামারগাড়িতে কিছু অসাধু কম্পিউটার ও ফটোস্ট্যাট দোকানদার সরকারি হাসপাতালের নাম ব্যবহার করে ‘ডোপ টেস্টের’ ভুয়া ফলাফল তিনশ থেকে চারশ টাকায় বিক্রি করছে।
এর প্রেক্ষিতে তারা অভিযান পরিচালনা করে রাসেল নামের ওই দোকানদারের কাছ থেকে ২২ থেকে ২৩টি ডোপ টেস্টের ভুয়া ফলাফলসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতার রাসেলের কাছ থেকে আমরা ২২ থেকে ২৩ টি ভুয়া ডোপ টেস্টের ফলাফল পেয়েছি। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে সদর থানায় প্রেরণ করা হবে।