মমেক ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
রাসেল আহমেদ (ময়মনসিংহ) :
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়িয়ে পড়া গ্রুপ দুটি হল মমেক হাসপাতল ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসানের।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেডিক্যাল ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কলেজটির তিন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান জানান, একটা ভুল বোঝাবুঝির কারনে এমনটা ঘটেছে। এখন নিজেরা বসে মীমাংসা করে নিচ্ছি।