রাজশাহীতে ইয়াবাসহ গ্রেপ্তার-৩
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী মহানগরীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকাল পৌনে ৪টার দিকে নগরীর মতিহার থানার বামন শেখর গ্রাম থেকে এই মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকালে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- রাজশাহী জেলার দূর্গাপুর থানার দেলুয়াবাড়ি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. আকছেদ আলী (৬০), মাড়িয়া মৃধাপাড়া গ্রামের মো. শামীম উদ্দিনের ছেলে মো. মাহমুদুল হাসান সিয়াম(২০), সুকানদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আব্দুল্লাহিল কাফি (২২)।
নগর পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার বিকাল পৌন ৪টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. রেজাউল হাসান, এসআই মো. মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার বামন শেখর গ্রামে তিন জন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে এসময় ঘটনাস্থলে পৌঁছে গোয়েন্দা পুলিশের এই টিম তাদেরকে গ্রেপ্তার করে। তখন তাদের নিটক থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে জিজ্ঞাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন থেকে অবৈধ এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।