শিরোনাম

South east bank ad

শিবগঞ্জে ড্রেন খননকালে প্রাচীন মূর্তি উদ্ধার

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় পানি নিস্কাশনের ড্রেন খননকালে প্রাচীন আমলের তিন কেজি ২০০ গ্রাম ওজনের কালোপাথরের একটি মূর্তির ভাঙা অংশ পাওয়া গেছে।

বুধবার বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় ঈদ গা মাঠের পাশ থেকে মূতিটি উদ্ধার করে পুলিশ। সেখানে পলি আক্তার পিংকি নামে একজনের বাড়ির পানি নিস্কাশনের জন্য ড্রেন খননকালে এটি পাওয়া যায়। খনন কাজ করা শ্রমিকরা মূতিটি পেয়ে প্রথমে আত্মসাৎ করার চেষ্টা করেন। একপর্যায়ে বিষয়টি পিংকি জানতে পারেন।

পরে পিংকির কাছে মূর্তি পাওয়ার বিষয়টি স্বীকার করতে বাধ্য হন শ্রমিকরা। জানতে পেরে পিংকি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে বিষয়টি জানান। বর্তমানে এটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

জানতে চাইলে মহাস্থান জাদুঘরের কাস্টডিয়ান রাজিয়া সুলতানা বলেন, শিবগঞ্জ থানা পুলিশকে সঙ্গে নিয়ে কালোপাথরের মূর্তির অংশ উদ্ধার করা হয়েছে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, ড্রেন খননকালে মূর্তিটির ভাঙা অংশ পাওয়া গেছে। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: