শঙ্কামুক্ত হয়ে বাড়ি ফিরলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
চিকিৎসা নিয়ে অনেকটা শঙ্কামুক্ত হয়ে ঢাকা থেকে বাড়ি ফিরলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যক হাসান আজিজুল হক। দীর্ঘ ১৯ দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তাকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্সযোগে রাজশাহীর বাড়িতে নিয়ে আসায় হয়। বরেণ্য এই কথাসাহিত্যিকের ছেলে রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. ইমতিয়াজ হাসান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুপুরের পর হাসপাতাল থেকে বাবাকে ডিসচার্জ করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। বড় ধরনের কোনো সমস্যা আর নেই। ছোটখাটো যেসব সমস্যা রয়েছে তাতে বাসায় রেখে চিকিৎসা করা যাবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।’
এর আগে গত ২১ আগস্ট হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে হৃদযন্ত্রের সমস্যার বাইরেও ফুসফুসে সংক্রমণ, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতাসহ নানা সমস্যা ধরা পড়ে। পরবর্তী সময়ে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। হাসান আজিজুল হককে হাই-ফ্লো অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ড. আরাফাতের নেতৃত্বে গঠিত মেডিক্যাল টিম তার টিকিৎসা করেন।
উল্লেখ্য, হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ০২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যব গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৮২ বছর। ১৯৫৮ সালে এ কলেজ থেকে দর্শন শাস্ত্রে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অধ্যাপনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩১ বছর শিক্ষকতার পর ২০০৪ সালে তিনি অবসর নিয়েছেন। হাসান আজিজুল হক উপন্যাস, ছোটগল্প, নাটক ছাড়াও বিভিন্ন বিষয়ে বিশ্লেষণধর্মী রচনা লিখে দেশের সাহিত্যাঙ্গনে নিজের অবস্থান মজবুত করেছেন। বিশ^বিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অদূরে বিশ্ববিদালয় হাউজিং সোসাইটিতে (বিহাস) নিজ বাড়ি ‘উজান’-এ লেখালেখি নিয়ে মগ্ন ছিলেন হাসান আজিজুল হক।