শিরোনাম

South east bank ad

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক-৬

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের সিংড়া এলাকা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করায় ৬ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। এসময় কম্পিউটারসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।
আটককৃতরা হলেন উপজেলার বড়চৌগ্ৰাম এলাকার শামসুল ইসলামের ছেলে রুবেল (২৪), আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম (৩০), রফিকুল ইসলামের ছেলে মোঃ জুয়েল (২৪), আবুল কাশেমের ছেলে শাহ্ সুফি শুভ (২৪), পাকুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং মৃত গোপাল ঠাকুরের ছেলে রঞ্জন ঠাকুর (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে হস্তান্তর করে আসছিলো। গোয়েন্দা তথ্যের ভিক্তিতে গত বুধবার রাতে জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম এবং জামতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি সিপিইউ জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে।
এ ঘটনায় সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করার পর আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: