ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ইকরামুল আলম, (ভোলা) :
ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে মো. সাইদ (৫) ও মীম (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু মো. সাইদ উপজেলার লালমোহন ইউনিয়নের মো. শাহিনের ছেলে ও মীম একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. জাকিরের মেয়ে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাটিকা দুলা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় খলিলুর রহমান দফাদার জানান, মীম ওই এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসছে। সকালের দিকে মীম পার্শ্ববর্তী মো. শাহিনের শিশু কন্যা মীমের সাথে বাড়ির দরজায় খেলতে যায়। এসময় তারা দু'জনই দরজার পুকুরে পড়ে যায়। তাদেরকে অনেক সময় ধরে না দেখে পরিবারের লোকজন অনেক খোঁজখোজির পর দুপুরের দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজান মিয়া ঘটনার সত্যতার নিশ্চিত করেন।