শিরোনাম

South east bank ad

ভাঙ্গুড়ায় পক্ষকাল ব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধন

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

পাবনার ভাঙ্গুড়ায় গ্রাম বাংলার চিরচারিত ঐতিহ্য ধরে রাখতে পক্ষকাল ব্যাপী নৌকা বাইচের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামবাসির আয়োজনে মাগুড়া বিলে বিকেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম হাসনাইন রাসেল।

জানা গেছে,বর্ষাকালে চলনবিলাঞ্চলে গ্রাম্য মানুষদের নৌকাবাইচের প্রচলন রয়েছে। কারণ বর্ষাকালে যখন নদী-নালা, খাল-বিলসহ চারিদিকে পরপূর্ণ থাকে পানি আর পানি। এমন সময় আনন্দ পিপাসু ও সৌখিন জনতা নৌকা বাইজের আয়োজন করে থাকেন। আগামী ২৪ শে সেপ্টেম্বরে ফাইনাল বাইচ অনুষ্ঠিত হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, প্রভাষক গিয়াস উদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম হোসেন ইমরানসহ প্রমুখ।

নৌকাবাইচ একনজরর দেখতে দুপুর থেকেই নৌকা ও ব্যক্তিগত যানবাহন নিয়ে শত শত মানুষ মাগুড়ার বিলপাড়ে হাজির হয়। প্রথম দিনের প্রতিযোগিতায় মাগুড়ার সবুজবাংলা, উল্লাপাড়ার সোনারতরী ও মায়ের দোয়া বিজয়লাভ করে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: