নারীকে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন দিল দুরন্ত মাদারীপুর
আরাফাত হাসান, (মাদারীপুর) :
মাদারীপুর সদর উপজেলার ত্রিভাগদিতে কিডনিজনিত অসুস্থ এক মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার পাশাপাশি একটি সেলাই মেশিন উপহার দিলেন দুরন্ত মাদারীপুর নামে সেচ্ছাসেবী সংগঠন। এসময়ে উপস্থিত ছিলেন দুরন্ত মাদারীপুর সংগঠনের এ্যাডমিন প্যানেলের সদস্য বৃন্দ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান বকুল। আরো উপস্থিত ছিলেন মিস্টি মেঘলা, তানিয়া আক্তার ইমরান,জিহাদ,সৌরভ,সাব্বির, সাগর, আয়েশা আক্তার, এনায়েত চৌধুরী আরও সহ অনেকে।
এসময়ে দুরন্ত মাদারীপুর সংগঠনের এ্যাডমিন প্যানেলের সদস্য বৃন্দ বলেন প্রথমেই দুরন্ত মাদারীপুরের উপদেষ্টা জনি মিয়া এবং সভাপতি মাসুদ পারভেজ কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য পরামর্শ ও উদ্যোগ নেওয়ার জন্য। এছাড়াও দুরন্ত মাদারীপুরের সাথে জড়িত সকল এডমিন ও শুভাকাঙ্ক্ষী যারা সবসময়ই আমাদের দুরন্ত মাদারীপুর এর পাশে ছিলেন।
আরও ধন্যবাদ জানাই দুরন্ত মাদারীপুরের মহিলা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা দুরন্ত মাদারীপুরের জাতীয় ভাবি মনি আক্তার ওরফে মিস্টি মেঘলা কে যার দায়িত্ব এবং নেতৃত্বে এত সুন্দর একটি সফল আয়োজন সম্পন্ন করতে পেরেছি।
এদিকে সকালে দুরন্ত মাদারীপুর থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আসমত আলি খান পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে কর্মসুচির শুভ উদ্বোধনে অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুদ্দিন গিয়াস, বিশিষ্ট সাংবাদিক এস এম আরাফাত হাসান, আসমত আলি খান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, এবং উক্ত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। উপস্থিত ছিলেন দুরন্ত মাদারীপুর সংগঠনের এ্যাডমিন প্যানেলের সদস্য বৃন্দ।