লক্ষ্মীপুরে অতিরিক্ত পৌর কর নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুর লাগামহীন ভাবে অতিরিক্ত পৌর কর নির্ধারণ করার অভিযোগ উঠেছে পৌর মেয়র আবু তাহেরে বিরুদ্ধে। লাগামহীন পৌরকর নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নগরবাসিন্দারা। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ‘লক্ষ্মীপুর পৌরবাসিন্দারা’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে অতিরিক্ত পৌর কর হ্রাসের দাবীতে উত্তর তেমুহনী এলাকায় বিক্ষোব করেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা বদরুল আলম সাম্মী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, বর্তমান সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, ছাত্রলীগ নেতা ইবনে জিসান আল নাহিয়ানসহ প্রমূখ।
মানববন্ধনে জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব বলেন, নামে এ গ্রেডের হলেও রাস্তাঘাট, পানি, গ্যাস ও বিদ্যুৎসহ নানা সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড। অথচ পৌর এলাকার সমস্যা সমাধান না করে মেয়র আবু তাহের পৌর বাসিন্দাদের উপর সীমাহীন করের বোঝা চাপিয়ে দিয়েছে। যা দেশের অন্য কোন পৌরসভায় হয়নি। অতিতের সন্ত্রাসী কর্মকান্ডকে পুঁজি করে এমন অযোক্তিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমান আ’লীগ সরকারের আমলে কোন সন্ত্রাসী পশ্রয় হবে না।
আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, যে বাড়ির পৌর কর ৪০০ টাকা, সে বাড়িতে কর নির্ধারণ করে নোটিশ দেয়া হয় ৪০ হাজার টাকা। জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকার বাড়ির পৌর কর ১ হাজার টাকার স্থলে ৮০ হাজার টাকা এবং সাবেক জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আ ন ম ফজলুল করিম’র শহরের ‘ইউনিক ভবনের পূর্বে কর ৭ হাজার টাকার স্থলে সাড়ে ৩ লক্ষ টাকার পৌর কর আদায়ের জন্য নোটিশ দেয়া হয়। প্রতিটি বাড়িতে ৫০/১০০ গুন অতিরিক্ত পৌরকর নির্ধারন করা হয়েছে। যা দেশের অন্য কোন পৌরসভায় ঘটেনি। করোনার এ ক্লান্তিলগ্নে যেখানে ত্রাণ সহায়তা করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌর মেয়র ঘটফাদার আবু তাহেরে অসহায় পৌর বাসিন্দারে উপর লাগামহীণ করের বোঝা চাপিয়ে দিচ্ছেন। এমন পদক্ষেপ মনগড়া ও অযোক্তিক বলে দাবি করেন তিনি।
ছাত্রলীগ নেতা ইবনে জিসান আল নাহিয়ান বলেন, পৌর মেয়র আবু তাহেরর মনগড়া পৌরকর নির্ধারণ কোন ভাবে মেনে নেওয়া হবে না। দ্রুত পৌর কর বৃদ্ধি করণ কার্যক্রম বন্ধ করা না হলে, আগামীতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে পৌর বাসিন্দারা আরো কঠোর আন্দোলন করবে বলে হুশিয়ারী দেন তিনি।
এদিকে অতিরিক্ত পৌরকর নির্ধারণে বিষয়ে জানতে চেষ্টা করেও পৌর মেয়র আবু তাহেরের বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে পৌর কর উপ-কমিটির সভাপতি ও পৌর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জহির উদ্দিন বলেন, অতিরিক্ত পৌর কর নির্ধারণের বিষয়টি সঠিক নয়। তিনি বলেন, নিয়ম অনুযায়ী পৌর কর নির্ধারণের জন্য এ্যাসিসমেন্ট চলছে। এ জন্য পৌর বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছে। যা শুনানির মাধ্যমে ক্যাটাগরি অনুযায়ী কর নির্ধারণ হবে। এতে একটি পক্ষ সুযযোগ নিয়ে গুজব ছড়াচ্ছে।
তিনি আরো বলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে পাকা, আধাপাকা ও কাঁচা বাড়িসহ আবাসিক ও বাণিজ্যিকসহ ২৫ হাজার হোল্ডিংধারী রয়েছে। যা পৌরসভার আইন অনুযায়ী পৌর করের আওতাভূক্ত। এতে অতিরিক্ত কোন কর নির্ধারণ করা হয়নি বলে জানা তিনি।