কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক অপরাধ সভা
কুষ্টিয়ায় গতকাল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর বিকাল ৩ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আগস্ট-২১ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপরাধ পর্যালোচনা সভার কার্যক্রম পরিচালনা করেন।
এ সভার শুরুতেই বিগত অপরাধ পর্যালোচনা সভার মিনিটস পর্যালোচনা শেষে আগস্ট-২১ইং মাসের অপরাধ পর্যালোচনা করা হয় এবং প্রধান অতিথি এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজের সব স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াসহ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার জন্য সব পুলিশ সদস্যদেরকে নির্দেশ দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মো. ফরহাদ হোসেন খান অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মো. ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, মো. আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, ডিআইও-১, সব থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।