ফুলবাড়িয়ার জসিম উদ্দিন মার্কেটের মালিক আর নেই
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের জসিম উদ্দিন মার্কেটের স্বত্ত্বাধিকারী, আখালিয়া হেলথ্ সেন্টার লিঃ এর অন্যতম পরিচালক ও আলম এশিয়া পরিবহন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন খান এর পিতা আলহাজ্ব জসীম উদ্দিন খান (৮৬) আজ বুধবার সকাল ৬ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর হাতীলেইট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শোক প্রকাশ : আলম এশিয়া পরিবহন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন খান এর পিতা আলহাজ্ব জসীম উদ্দিন খান এর মৃত্যুতে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট মোসলেম উদ্দিন, আলম এশিয়া পরিবহন প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ফুলবাড়িয়া উপজেলা ইউনিটের পক্ষে সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আব্দুস ছাত্তার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।