শিরোনাম

South east bank ad

পুসামের সভাপতি শান্ত ও সম্পাদক শাহ আলম

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর) :

পাবলিক ইউনিভার্সিটি এসোসিয়েশন অফ মাধবপুর (পুসাম) কমিটি গঠন সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের ছাত্র তোফায়েল পাঠান শান্ত এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একই সেশনের শাহ আলম।

মঙ্গলবার (৭ ই সেপ্টেম্বর) সংগঠনের প্রথম কার্যনিবাহী কমিটির সদ্য সাবেক সভাপতি রমজান ও সাধারণ সম্পাদক সুজন সরকার রাজের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৬ সদস্য বিশিষ্ট এই দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সহ-সভাপতি পদে সিকৃবির সজীব পাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাবির সুকেশ, সাংগঠনিক সম্পাদক পদে শাবিপ্রবির মারজানা খানম লাবণ্য একই পদে কুবির ইয়াছিন খান হৃদয় ও ঢাবির ফুয়াদ হাসান প্রত্যয়, সহ-সাংগঠনিক পদে সম্পাদক পদে চবির আল জোবায়ের বাপ্পি, কোষাধ্যক্ষ পদে রাবির সুদীপ রায়, প্রচার সম্পাদক পদে কুবির ফাহিমা ডালি এবং উপ প্রচার সম্পাদক পদে ঢাবির শাকিলুর রহমান অপু, দপ্তর সম্পাদক পদে কুবির সোহানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে জবির জুবায়েদ খান, উপক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রাবির মোদাব্বির হোসেন এবং সংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে চবির তন্ময় রায়।

এই বিষয়ে নির্বাচিত সভাপতি তোফায়েল পাঠান শান্ত বলেন, বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার আমাদের মাধবপুরের শিক্ষা খাতে অবদান রাখার জন্য পুসাম একটি অসাধারণ প্ল্যাটফর্ম। এই সংগঠনের পিছনে অক্লান্ত শ্রম দেয়া সকল সিনিয়র ভাইদের অনেক ধন্যবাদ জানাতে চাই, তাদের প্রচেষ্টায় পুসামের আজকের এই পথচলা।আমার চেষ্টা থাকবে পুসামের সবাইকে নিয়ে এই সংগঠনের এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখা।

উল্লেখ্য, পুসাম ২০১৮ সালের ২৪ এ আগস্ট মাধবপুরে একটি অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ লাভ করে। এরআগে ৯ ই জুন ২০১৯ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আব্দুল আউয়াল খান রাসেলকে আহ্বায়ক ও শাবিপ্রবি শাহ আদনান নাহিদকে সদস্য সচিব করে প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, পরে ১লা জানুয়ারি ২০২০ সালে আহ্বায়ক কমিটি সভাপতি পদে চবির রমজান এবং সাধারণ সম্পাদক পদে নোবিপ্রবির সুজন সরকার রাজকে নির্বাচিত করে প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: