রোগীদের আর্থিক সহায়তা প্রদান
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ্ড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া জাতীয় জটিল রোগে আক্রান্ত ১৫ জন রোগীকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিজনের নামে ৫০ হাজার করে বরাদ্দকৃত টাকার চেক প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান (অতিরিক্ত দায়িত্ব), নবাগত সমাজসেবা কর্মকর্তা মেহ্রীন তাবাসুম সহ উপকার ভোগীরা।