ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, প্রেমিক গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শাজাহানপুরে প্রেমিকের হাতে ধর্ষণের শিকার এক মাদ্রাসা ছাত্রী (২০) কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা খবর চালিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
এর আগে সোমবার ধর্ষণের ঘটনায় শাজাহানপুর থানায় মামলা করেন মেয়েটির মা। মামলার পরপরই প্রেমিক মোঃ রিফাতকে (১৬) তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রিফাত উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে ডেমাজানী শহীদ মোখলেছার রহমান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার কানুপুর গ্রামের আলিম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীর সঙ্গে এক বছর ধরে রিফাতের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার সকালে রিফাত ওই মেয়েটিকে ডেকে এনে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ধর্ষণ করে। বিকেলে ছেলের স্বজনরা ওই বাড়িতে ছেলে-মেয়ের অবস্থান জানতে পেরে সেখান থেকে ছেলেকে নিয়ে যান। পরে মেয়েটি বাড়ি ফিরে বাবা-মাকে ঘটনা খুলে বলে। পরে মেয়ের মা বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।
মেয়ের মা জানান, রিফাতের জন্যই তার মেয়ে বিষপান করে (কীটনাশক) আত্মহত্যার চেষ্টা করেছে। বিষপান করে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মেয়ের এই অবস্থার জন্য রিফাতই দায়ী।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, মামলা দায়েরের পরপরই রিফাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।