পুলিশের জালে বড়ি ব্যবসায়ী হেলাল আটক
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
মোঃ হেলাল মিয়া (৩৭), গ্রামের বাড়ী ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে হলেও তাকে পাওয়া যায় উপজেলার বিভিন্ন গ্রামের আনাচে-কানাচে। দাপিয়ে বেড়ান নিজেকে সাধু বানিয়ে। কিন্তু চোরের ১০দিন সাধুদের ১দিন। অনেকবার স্থানীয় অতিষ্ঠ ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছিলেন কিন্তু দ্রুত অবস্থান পরিবর্তন করার কারণে আটকানো সম্ভব হয়নি।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৪আগস্ট বিকাল থেকে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন এর নির্দেশে এসআই এ.এইচ.এম মোকতাদেরুল হাসান ও এএসআই রকিবুল ইসলামের নের্তৃত্বে সাদা পোষাকে অবস্থান নেয় পুলিশ। হেলাল বার বার অবস্থান পরিবর্তন করেও পুলিশের ফাঁদ রক্ষা পায়নি।
শেষ পর্যন্ত পুলিশের জালেই কৈয়ারচালা উত্তরপাড়া আগার আকন্দ জামে মসজিদ এর সামনের কাঁচা রাস্তা হতে ১৫০ পিস ইয়াবা সহ ধরা পড়ে মাদক সম্রাট হেলাল মিয়া। তার বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা হয়। মামলা নং- ৮, তারিখ- ৫-৯-২০২১ইং। ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ রুজু করে ৬ আগস্ট আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।