রাজবাড়ীতে এবি এজেন্ট ব্যাংকিং‘র উদ্বোধন
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী :
রাজবাড়ী শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে (এবি ব্যাংক এর) এজেন্ট ব্যাংকিং এর কার্যাক্রম উদ্বোধন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এবি এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করেন রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি কাজী ইরাদত আলী।
এসময় জেকা বাজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জাবিউল্লাহ খান জারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি ব্যাংক লিমিটেড,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ম্যানেজার),সালেক সাব্বির আহমেদ, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদ‘র সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এড. খান মোঃ জহুরুল হক প্রমুখ।