কালোবাজারে সার পাচারের দায়ে ডিলারকে জরিমানা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে কালোবাজারে সার পাচারের অভিযোগে মোঃ আলামিন নামে স্থানীয় এক বিসিআইসি ডিলারকে ভ্রাম্যমান আদালতে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আলামিন উপজেলার অচিন্তপুর ইউনিয়নের বাসিন্দা ও একই ইউনিয়নের শাহগঞ্জ বাজারের সার ডিলার।
সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় শাহগঞ্জ বাজার থেকে একটি হ্যান্ডট্রলি সারভর্তি করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেকুরহাটি বাজারে নেয়ার পথে মাওহা ইউনিয়নের কাচারি বাজার এলাকায় স্থানীয় লোকজন হ্যান্ডট্রলিটি আটক করে। পরে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড আদায় করা হয়।