মুকসুদপুরে অবহিতকরণ সভা
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট প্রজেক্ট (আইসিভিজিডি) ২য় পর্যায় প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাপসী রানী দূর্গা, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঞ্চলনায় ওই সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।