কাহালুতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়া কাহালুতে বাসের ধাক্কায় মুক্করাণী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলা দরগাহাট স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মুক্করাণী উপজেলার পিন্টুখুর গ্রামের নিশিকান্তের স্ত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল এই তথ্যটি নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি মেম্বার আঃ বারী জানান, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মুক্ক রাণী আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জানলেও মৃত্যুর বার্তা তাদের কাছে এখনো আসেনি।