ইউল্যাবে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘এনটেঙ্গলড ইংলিশেজ ইন ট্র্যান্সলোকাল স্পেসেস’ শিরোনামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের আয়োজন করে ইউল্যাবের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ও ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধনী বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সামসাদ মর্তূজা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ।