এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির মানববন্ধন
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
সারাদেশে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ এবং সরকারি সিলিন্ডার গ্যাস উৎপাদন বাড়ানোর দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর পৌর শহরের কালিখলায় বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর উপজেলা কমিটির সদস্য ডাঃ মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন আল বারীর সঞ্চালনায় এ মানববন্ধনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, যুবনেতা এম হাসান শুভ, যুবনেতা অনুপম ঘোষ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা এনামুল হাসান অনয়, সাধারণ সম্পাদক ছাত্রনেতা আলী হোসেন প্রমুখ।