জামালপুরে পাসপোর্ট অফিসে র্যাবের অভিযানে ৭ দালালের সাজা
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছেন জামালপুর র্যাব-১৪ এর সদস্যরা। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি প্রত্যককেই অর্থদন্ড প্রদান করেন। রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়।
জামালপুর র্যাব-১৪ জানায়, স্থানীয় দালালদের দৌরাক্ত বেড়ে যাওয়ায় জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো.নাজমুল আহসান হাবীব দালাল নির্মূলের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতেই রবিবার দুপুরে সেখানে অভিযান চালায় র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের শেখের ভিটা এলাকার বাপ্পী(২৪), রনী(২৫), কাচারীপাড়া এলাকার রুবেল(৩৫), মাহাবুব(৩০), ফারুক হোসেন(৩৩), শামীম(৩৫) এবং বগাবাইদ এলাকার রফিক(৪৫)। পরে ভ্রাম্যমান আদালত অভিযুক্ত প্রত্যেককেই পাঁচ’শ টাকা করে অর্থদন্ড প্রদানের পাশাপাশি পরবর্তীতে পাসপোর্ট অফিসে গিয়ে সরকারী কাজে বাধা প্রদান না করার নির্দেশ দেন।