গোপালগঞ্জে বিট পুলিশিং এর অংশ হিসেবে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি", এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিট পুলিশিং এর অংশ হিসেবে গোপালগঞ্জ সদরের বিট নং-১, জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর নতুন বাজারে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ খায়রুল আলম, এবং গোপালগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ০১ নং জালালাবাদ ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে।