বরগুনায় একই স্থানে ইলিশের দামে ব্যাপক হেরফের
এম.এস রিয়াদ, (বরগুনা) :
মাছ বাজারে মাইকিং করে বরগুনায় এই প্রথম ইলিশের কেজি ৩শ'৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। গত আগস্ট মাসের শেষের দিকেও ইলিশের দাম ছিল ১৪শ' থেকে ১৬শ' টাকা। সপ্তাহের প্রথম দিকের তুলনায় দামে কম থাকায় বেশি পরিমাণ বিক্রি হচ্ছে বলে জানান ইলিশ বিক্রেতারা।
রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনা পৌর শহরের মাছ বাজারের সামনে রাস্তার পাশে মাইকিং করে ইলিশ বিক্রি করতে দেখা গেছে। কম দামে ইলিশ বিক্রি করায় আশেপাশের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন- আমাদের বেশি দামে ক্রয় করার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাই আমাদের ক্রেতা কম।
ইলিশের দাম এত হেরফের থাকার বিষয়টি জানতে চাইলে; বিক্রেতারা জানান- বরগুনার কিছু মাছ বিক্রেতারা কম দামে কুয়াকাটা থেকে ইলিশ মাছ ক্রয় করে বরগুনা শহর ও শহরতলীতে বিক্রি করছেন।
এদিকে বরগুনার পাথরঘাটা বিএফডিসি থেকে তুলনামূলক বেশি দামে ইলিশ মাছ ক্রয় করার ফলে অন্য ইলিশ বিক্রেতাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ফলে খদ্দের সংকটে পড়েছে একই স্থানে থাকা অন্য ইলিশ বিক্রেতাদের।
ইলিশ ক্রেতাদের থেকে জানা গেছে- বরগুনা শহরের মাছ বাজারে ৬শ' থেকে ৯শ' গ্রাম ওজনের ইলিশ কিনতে হচ্ছে ৯শ' থেকে ১২শ' টাকায়। যেখানে একই স্থানে ৩ শ'৫০ টাকায় ৮শ' গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি)'র ম্যানেজার লেফটেন্যান্ট লুৎফর জানান- গত মাসের শেষের দিকে সাগরে প্রচুর পরিমাণ ইলিশ জেলেদের জালে ধরা পড়েছে। তাই ইলিশের দাম কমতে শুরু করেছে। গত বছরের তুলনায় ইলিশের দাম কম রয়েছে।