টঙ্গিবাড়ীতে তিনটি আলুর সেট ও মসজিদ পুড়ে ছাই
মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের শনিবার দিবাগত রাত ১ টার সময় মো, নুরুল আমিন শেখের তিনটি আলুর সেট ও একটি পাওয়ার টিলার পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ১ ঘন্টা চেষ্ঠার পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
নুরুল আমিন শেখ জানান, আমার ওই আলুর সেটে কোন বিদ্যুৎ নেই কিভাবে আগুনের সূত্রপাত ঘটলো তা বুঝতে পারছিনা । এলাকাবাসীরা জানান, পূর্ব শক্রতার জের ধরে এ জঘন্যতম কাজ করতে পারে।
এদিকে টঙ্গিবাড়ী উপজেলার ধামারন গ্রামের কল পাড় এলাকায় জামে মসজিদে শনিবার জহুরের নামাজ শেষে মসজিদের মিম্বারের বৈদ্যূৎতিক সার্কিট সর্টের কারণে মসজিদের আলমিরা, ফ্যান, মাইক কাঠ, টিনসহ মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। পড়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে । ওর্য়াড আ,লীগ নেতা মো কবির হালদার জানান, মসজিদের মুসল্লীরা নামাজ শেষে বাহির হওয়ার পর অগ্নিকাণ্ড ঘটে ।