শিরোনাম

South east bank ad

ভোলায় জেলা জজের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ভোলা প্রতিনিধি:

ভোলার জেলা ও দায়রা জজ ড. এ.বি.এম. মাহমুদুল হকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে ভোলা জজ আদলতের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালন করেন ভোলা জেলা বিচার বিভাগীয় কর্মচারি, আইনজীবী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিচার প্রার্থীসহ সাধারণ জনগণ।
এ সময় বক্তব্য রাখেন ভোলা আদালতের সিনিয়র সেরেস্তাদার আকরাম আলী, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এ্যাসোসিয়েশনের ভোলা জেলা শাখার আহ্বায়ক মীর ইকবাল, সাংস্কৃতিক কর্মী আবিদুল আলম, জজ কোর্টের স্টাফ আক্তার হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক ২০১৯ সালের নভেম্বরে ভোলায় যোগদান করেন। তিনি এসে আদালতের বাহ্যিক ও অভ্যন্তরীণ আমূল পরিবর্তন ঘটিয়েছেন। দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করেছেন। বিচার প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন সে জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। কর্মকর্তা কর্মচারীদের আবাসনসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। তার দক্ষতা, সততা, ন্যায়পরায়নতাসহ অন্যান্য মানবিক গুণাবলী দিয়ে আদালতের বিচারক, আাইনজীজী, কর্মকর্তা-কর্মচারী, বিচার প্রার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্ব স্তরের জনগণের আস্থা অর্জন করেছেন। এতে কিছু দুর্নীতিবাজের স্বার্থহানী ঘটায় তারা ষড়যন্ত্র করে জেলা জজের সুনাম ক্ষুন্ন করেছে।
বক্তারা আরো বলেন, দীর্ঘ ৬ বছর ধরে ঝুলে থাকা একটি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে স্থানীয় অসাধু একটি চক্র ভোলার জেলা ও দায়রা জজ ড. এ.বি.এম. মাহমুদুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওই চক্রটি জেলা জজের সকল কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচারে লিপ্ত হয়। যার প্রেক্ষিতে জেলা জজকে বদলি করা হয়েছে। মানব বন্ধনে অনাকাঙ্ক্ষিত এই বদলির আদেশ প্রত্যাহার করে তাকে ভোলার জেলা ও দায়রা জজ হিসেবে পুনঃবহালের দাবি জানান বক্তারা

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: