বেশ কিছুদিন বন্ধ থাকার পর নাটোরে আবারো শুরু হয়েছে সিনোফার্মের টিকা প্রদান
মো: রবিউল ইসলাম, নাটোর :
বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ থেকে নাটোরে আবারো শুরু হয়েছে করোনার সিনোফার্মের টিকা প্রদান।
ম্যাসেজ পাওয়ার পর সকাল থেকেই টিকা প্রার্থীরা ভিড় জমাতে থাকে নাটোর সদর হাসপাতালে দু'টি কেন্দ্রে।
ইতিপূর্বে গত ২৫ আগস্ট থেকে টিকা ফুরিয়ে যাওয়ার কারণে সিনোফার্মের টিকা কার্যক্রম বন্ধ ছিল।
হাসপাতালের সহকারি পরিচালক ডা.পরিতোষ কুমার সাহা জানান, হাসপাতালের ২টি কেন্দ্রের ৯টি বুথের মাধ্যমে প্রথমদিনেই ২হাজার ৭০০ ব্যক্তিকে টিকা দেয়ার লক্ষ্য রয়েছে তাদের। দ্বিতীয় ডোজের পাশাপাশি রেজিস্ট্রেশন করা ব্যক্তিরা প্রথম ডোজেরও টিকা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও ৭ সেপ্টেম্ববর থেকে ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেয়া হবে বলে জানান সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান।